আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে রাঙামাটি টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে রাঙামাটি শহরের একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি ঘোষণা করা হয়।
এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন যমুনা টেলিভিশনের রাঙামাটি স্টাফ করেসপন্ডেন্ট এস. এম. শামসুল আলম, সাধারণ সম্পাদক একুশে টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি সত্রং চাকমা এবং সাংগঠনিক সম্পাদক নিউজ২৪ চ্যানেলের স্টাফ রিপোর্টার ফাতেমা জান্নাত মুমু।
সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিজয় টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি এম. কামাল উদ্দীন, এশিয়ান টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি মো. আলমগীর মানিক এবং এসএ টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি মো. সোলায়মান।
যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আর টিভির রাঙামাটি প্রতিনিধি মো. ইয়াসিন রানা সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক এখন টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি মো. জিয়াউল রহমান জুয়েল, সহ-সাংগঠনিক সম্পাদকরা হলেন চ্যানেল২৪ এর রাঙামাটি স্টাফ রিপোর্টার মো. জিয়াউল হক ও দীপট টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি মিশু মল্লিক।
নারী বিষয়ক সম্পাদক হয়েছেন মোহনা টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি মহুয়া জান্নাত মনি, আর প্রচার ও দফতর সম্পাদক এটিএন নিউজের রাঙামাটি প্রতিনিধি মো. ইমতিয়াজ কামাল ইমন। এছাড়া ২৬ জন টেলিভিশন সাংবাদিককে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এস. এম. শামসুল আলম বলেন, রাঙামাটি টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন একটি আদর্শ নিয়ে কাজ করবে। বিশেষ করে যারা রাঙামাটিতে বিভিন্ন টেলিভিশনের প্রতিনিধিত্ব করছেন, তাদের জন্য এই সংগঠন গঠিত হয়েছে। এতে সদস্যরা এক জায়গায় ঐক্যবদ্ধ হবেন, সংবাদ প্রচার ও পেশাগত কাজে সমন্বয় বৃদ্ধি পাবে এবং সহকর্মীদের মধ্যে সম্প্রীতি সৃষ্টি হবে। আমরা বিশ্বাস করি, সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে এই সংগঠন সফলভাবে এগিয়ে যাবে।
বিডি-প্রতিদিন/মাইনুল