অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট হারের পর সাবেক ক্রিকেটারদের রোষানলে পড়েছে ইংল্যান্ড দল। দ্বিতীয় টেস্ট শুরুর আগে আরও এক বিতর্কের জন্ম দিয়েছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। সাবেক ক্রিকেটারদের ‘হ্যাজ বিনস’ বলে মন্তব্য করেছিলেন তিনি। যার অর্থ দাঁড়ায় যারা এক সময় বিখ্যাত বা সফল ছিলেন, কিন্তু এখন আর আগের মতো প্রভাব বা গুরুত্ব নেই।
যদিও এমন মন্তব্যের পর দুঃখপ্রকাশ করেছেন স্টোকস। জানিয়েছেন মুখ ফসকে এমন কথা বলেছিলেন তিনি।
অ্যাশেজের প্রথম টেস্টে ইংল্যান্ডের বিপর্যয়ের পর সাবেক ইংলিশ অধিনায়ক বোথাম, বয়কট, গ্রাহাম গুচ ও মাইকেল ভন- সবাই বলেছিলেন যে, স্লো-পিচে অজিদের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ কোনোভাবেই পার্থের বাউন্সি উইকেটের প্রস্তুতি হিসেবে আদর্শ নয়। আগের মতো রাজ্য দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ না খেলেই মূল সিরিজে নেমেছিল ইংল্যান্ড।
দুঃখ প্রকাশ করে স্টোকস বলেন, আমি শব্দটাই ভুল বলেছি। সবাই জানে এটা আমার উদ্দেশ্য ছিল না। ‘হ্যাজ-বিনস’ ভয়ংকর এক শব্দ। হঠাৎই মুখ ফসকে বেরিয়ে গেছে। আমিও তো একদিন সাবেক খেলোয়াড় হব। ভুল শব্দচয়ন হয়েছে এটাই সত্যি।
সিরিজ জেতার লক্ষ্য নিয়ে স্টোকস আরও বলেন, আমরা জিততে চাই, তারাও আমাদের জিততে দেখতে চায়। আমরা একই লক্ষ্যেই কাজ করছি। এটা পাঁচ ম্যাচের সিরিজ আমরা অ্যাশেজ জেতার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি।
বিডি প্রতিদিন/কেএ