বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের পর্দা উঠবে আগামী ২৬ ডিসেম্বর। রবিবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে নিলাম। এই নিলামে দল পাওয়ার লড়াইয়ে আছেন মোট ৪১৫ জন ক্রিকেটার। তাদের মধ্যে স্থানীয় খেলোয়াড় ১৫৮ জন, বিদেশি ২৫৭ জন।
নিলামে প্রথমবার দল পেলেন তরুণ ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। ‘সি’ ক্যাটাগরি থেকে তাকে দলে টেনেছে চট্টগ্রাম রয়্যালস। ভিত্তিমূল্য ২২ লাখ টাকা রেখেই প্রথমবার বিপিএলে সুযোগ পেলেন তিনি। দলে আরও আছেন নাঈম শেখ, শরিফুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়।
এদিকে ২০১৯ সালের যুব বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলীকে দলে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স—তার মূল্য ৩৪ লাখ টাকা। ঢাকা ক্যাপিটালস দলে ভিড়িয়েছে সাব্বির রহমানকে।
রাকিবুল হাসানের জন্য দর কষাকষি হয় ঢাকা ও রংপুরের মধ্যে। শেষ পর্যন্ত ৪২ লাখ টাকায় তাকে দলে নেয় রংপুর রাইডার্স। সিলেট দলে নিয়েছে রনি তালুকদারকে। পরে ৩০ লাখ টাকায় তাইজুল ইসলামকে দলে ভিড়িয়েছে ঢাকা।
বিডি-প্রতিদিন/সুজন