২০২৩ সালে ‘গাদার-২’ ছবির মাধ্যমে বলিউডে জোরালো প্রত্যাবর্তন করেন অভিনেত্রী আমিশা প্যাটেল। এরপর থেকেই বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নিয়মিত দেখা যাচ্ছে তাকে।
সম্প্রতি এক ইভেন্টে উপস্থিত থাকার সময় ফটোগ্রাফারদের সঙ্গে তার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে যেখানে তার রসিকতা ও পরিমিত মন্তব্য ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়- সোনালি রঙের অফ-শোল্ডার গাউনে স্লিট কাট ডিজাইনে ক্যামেরাবন্দি হচ্ছেন আমিশা। পরিপাটি বান করা চুল, হালকা গয়না ও আত্মবিশ্বাসী উপস্থিতিতে তিনি যথেষ্ট নজর কাড়েন। এই সময় এক পাপারাজ্জি ভুল করে তাকে প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চন বলে সম্বোধন করেন। বিষয়টি অস্বস্তিকর না করে অভিনেত্রী হাসিমুখে পাল্টা বলেন- “তাহলে আমার অমিতাভ বচ্চন কোথায়?”
এমন রসিক উত্তরে সেখানে উপস্থিত সবাই হেসে ওঠেন এবং পরিস্থিতি মুহূর্তে স্বাভাবিক হয়ে যায়। ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটিজেনরা আমিশার সৌজন্য ও ব্যক্তিত্বের প্রশংসা করতে থাকেন। পরবর্তীতে আলোচনায় আসে জয়া বচ্চনের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য প্রসঙ্গ। এক অনুষ্ঠানে জয়া বচ্চন পাপারাজ্জিদের পোশাক ও আচরণ নিয়ে কটাক্ষ করেন যা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র বিতর্ক। এই বিষয়ে আমিশা প্যাটেল অত্যন্ত ভারসাম্যপূর্ণ বক্তব্য রাখেন।
তিনি বলেন, প্রত্যেকের নিজের মতামত প্রকাশের অধিকার রয়েছে। জয়ারও নিজের মত আছে। কিন্তু আমি আপনাদের সবাইকে ভালোবাসি। মিডিয়া ও পাপারাজ্জিরা প্রচুর পরিশ্রম করেন। আপনারা অসাধারণ কাজ করেন।
এই মন্তব্যে অনেকেই এই অভিনেত্রীকে “মার্জিত ও পরিণত ব্যক্তিত্বের প্রতীক” বলে অভিহিত করেছেন। যদিও কিছু ব্যবহারকারী বিতর্ক উস্কে দেওয়ার চেষ্টা করেন, তবুও বেশিরভাগ মন্তব্যই ছিল প্রশংসাসূচক।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ