হিম হিম ঝিমঝিম ভেজা ভেজা শিশিরে
চুপচুপ দেয় ডুব ঘুঘু এই নিশিরে।
ঝিকমিক চারদিক রোদ হাসে খিলখিল
লঘুমেঘ ধরি বেগ ওড়ে বিলঝিল।
মৌমাছি নাচি নাচি করে তোলে হুলুস্থুল,
ফুলগুলি দুলি দুলি ভ্রমরে মশগুল।
গাছে গাছে ফিঙে নাচে, সুর তুলে পাপিয়া
সাদা বক চকচক যায় শুধু ডাকিয়া।
নদীকূল দেয় দোল, ঢেউ গড়ায় দুই কূলে
সবখান উদ্যান ভরে যায় গাঁধাফুলে।
মাঠে মাঠে ধান কাটে, সুর বাজে উঠানে
চাষিমুখ কত সুখ ছুঁয়ে যায় ওই প্রাণে।
মজা মজা মচমচা পিঠাপুলির সৌরভে
শিশুদল দলবল মেতে ওঠে উৎসবে।
ধানে ধানে ম-ম ঘ্রাণে সারা ঘর ভাসছে,
সোনাধান রঙে দেখ বেশে হেমন্ত হাসছে।