রাজধানীর পূর্বাচলে ওভারটেকের সময় বেপরোয়া একটি প্রাইভেট কারের ধাক্কায় উল্টে গেছে ডিমবাহী একটি পিকআপ। এতে সড়কে ছড়িয়ে পড়ে নষ্ট হয়ে যায় কয়েক হাজার ডিম। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গাজীপুর থেকে ঢাকামুখী ডিমবাহী পিকআপটিকে দ্রুতগতিতে ওভারটেক করার চেষ্টা করছিল একটি প্রাইভেট কার। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি পিকআপকে সজোরে ধাক্কা দিলে যানটি সড়ক বিভাজকের পাশে উল্টে যায়। পিকআপে থাকা সব ডিম রাস্তায় পড়ে ভেঙে যায়।
ধাক্কার পর প্রাইভেট কারটিও উঠে যায় সড়ক বিভাজকের ওপর। এতে গাড়িটির সামান্য ক্ষতি হলেও কোনো হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
বিডি প্রতিদিন/হিমেল