মুন্সীগঞ্জের গজারিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেন স্থানীয় জনতা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত ২টার সময় উপজেলার গুয়াগাছি ইউনিয়ন শিমুলিয়া গ্রামে তাদের আটক করা হয়।
পরে গজারিয়া থানা পুলিশ গিয়ে তাদের হেফাজতে নেয়। আটকদের কাছ থেকে ২১টি কার্তুজ, ৩টি রামদা, ২০টি ককটেল ও ৬টি পেট্রলবোমা উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন- চাঁদপুর জেলার মতলব থানার হাঁপানিয়া গ্রামের জসিম ব্যাপারীর ছেলে রাসেল (৩০), মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার বালুয়াকান্দি গ্রামের হানিফার ছেলে লোকমান (৩৫) ও নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এলাকার আনোয়ার হোসেনের ছেলে আবু হানিফ (৪২)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী জানান, তিনজনকে আটক করা হয়েছে। আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/কেএইচটি