সৌদি আরবের জেদ্দায় চলছে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পঞ্চম আসর। এবারের আসরে সেরা চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান ‘গোল্ডেন ইউসর’ জিতে নিয়েছে রোহিঙ্গা ভাষার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘লস্ট ল্যান্ড’। এটি পরিচালনা করেছেন জাপানি নির্মাতা আকিও ফুজিমোতো।
এই চলচ্চিত্রে উঠে এসেছে মিয়ানমারে চলমান গৃহযুদ্ধে নির্যাতনের মুখে দুটি শিশুর মালয়েশিয়ায় থাকা চাচাদের কাছে পৌঁছানোর জীবন-মরণ এক যাত্রা। গোল্ডেন ইউসর প্রদানকালে জুরি প্রধান শন বেকার বলেন, চলচ্চিত্রটি বাস্তুচ্যুত শিশুদের দুর্দশাকে অসাধারণ মানবিকতা ও কবিত্বপূর্ণ তাগিদে তুলে ধরে।
সেরা চলচ্চিত্রের পুরস্কারের সঙ্গে রয়েছে ১ লাখ ডলারের সম্মানি। এছাড়াও সিনেমাটি এ বছর ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের হরাইজনস বিভাগে ওয়ার্ল্ড প্রিমিয়ারে বিশেষ জুরি পুরস্কার পেয়েছিল।
অনুষ্ঠানের শুরুতে অ্যান্থনি হপকিন্স, ইদ্রিস এলবা, ড্যারেন অ্যারোনোফস্কি এবং সৌদি নির্মাতা আহদ কামেলকে সম্মাননা জানানো হয়। উপস্থিত ছিলেন জনি ডেপ, শাইলিন উডলির মতো হলিউড তারকারাও।
এবারের উৎসবে শন বেকারের নেতৃত্বে জুরি বোর্ডে ছিলেন রিজ আহমেদ, নাওমি হ্যারিস, ওলগা কুরিলেঙ্কো ও নাদিন লাবাকি। তাদের ভাষ্য, এই বছরের নির্বাচিত ছবিগুলো ‘জরুরি ও গভীরভাবে প্রাসঙ্গিক’।
‘সিনেমার প্রতি ভালোবাসা’—এই স্লোগান সামনে রেখে গত ৪ ডিসেম্বর জেদ্দায় পর্দা উঠে রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের। উৎসবের পঞ্চম আসর এটি। যেখানে বিশ্বের ৮০টিরও বেশি দেশের মোট ১১১টি সিনেমা অংশ নিয়েছে
এবারের ফিল্ম ফেস্টিভ্যালের বিজয়ীরী গোল্ডেন ইউসর (সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র): লস্ট ল্যান্ড (আকিও ফুজিমোতো), সিলভার ইউসর (পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র): অল দ্যাটস লেফট অফ ইউ (চেরিয়েন দাবিস),ইউসর জুরি পুরস্কার: হিজরা (শাহাদ আমিন), ইউসর সেরা পরিচালক: আমির ফখের এলদিন (ইউনান), ইউসর সেরা চিত্রনাট্য: সিরিল অ্যারিস ও বেন ফাকিহ (আ স্যাড অ্যান্ড বিউটিফুল ওয়ার্ল্ড),ইউসর সেরা অভিনেতা: জর্জ খাব্বাজ (ইউনান),ইউসর সেরা অভিনেত্রী: সিও সু-বিন (দ্য ওয়ার্ল্ড অব লাভ), আশরাক সেরা তথ্যচিত্র: ইন-আই ইন মোশন (জুলিয়েট বিনোচে), আল উলা অডিয়েন্স অ্যাওয়ার্ড (সৌদি চলচ্চিত্র): হিজরা (শাহাদ আমিন), আল উলা অডিয়েন্স অ্যাওয়ার্ড (সেরা অ-সৌদি চলচ্চিত্র): মাই ফাদার’স সেন্ট (মোহাম্মদ সিয়াম), গোল্ডেন ইউসর (সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র): কোয়োটস (সৈয়দ জাঘা),ইউসর সিনেমাটিক অ্যাচিভমেন্ট: নাইটটাইম সাউন্ডস (ঝ্যাং ঝংচেন)
বিডি প্রতিদিন/কামাল