চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাতে গভীর হতাশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সতর্কবার্তায় এই সংঘাত ‘তৃতীয় বিশ্বযুদ্ধে’ রূপ নিতে পারে আশঙ্কার প্রকাশ করেছেন তিনি।
শুক্রবার (১২ ডিসেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, গত এক মাসেই এই যুদ্ধে ২৫ হাজার সৈন্য নিহত হয়েছে। অব্যাহত রক্তপাত নিয়ে তিনি হতাশ।
তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধের আহ্বান পুনর্ব্যক্ত করে ট্রাম্প বলেন, ‘আমি চাই এই হত্যাকাণ্ড থামুক। গত মাসে ২৫ হাজার সৈন্য মারা গেছে। আমি চাই এটি থামুক। আমরা খুব কঠোর পরিশ্রম করছি। এ ধরনের ঘটনা শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে। আমি আগেও বলেছি, সবাই যদি এভাবে চালিয়ে যায়, তবে আমরা একসময় তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাব। আমরা তা দেখতে চাই না।’
রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে বিরক্তির চরমসীমায় পৌঁছে গেছেন ট্রাম্প। ‘কয়েক ঘণ্টার’ মধ্যে এই যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি ট্রাম্প এখন দর্শকের ভূমিকায়। একদিকে রাশিয়া নিজের অবস্থানে অনড়, অন্যদিকে ইউরোপীয় মিত্রদের সঙ্গে নিয়ে ট্রাম্পের হুমকি-ধমকিকে পাত্তা দিচ্ছে না ইউক্রেনও।
এর আগে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটও জানান, মস্কো ও কিয়েভের মধ্যে শান্তি আলোচনা ধীরগতিতে এগোনোর কারণে ট্রাম্প ‘অত্যন্ত হতাশ’। প্রেসিডেন্ট শুধু ‘আলাপের জন্য আলাপ’ করতে মোটেই আগ্রহী নন।
তিনি আরও বলেন, প্রেসিডেন্ট (ট্রাম্প) এই যুদ্ধের উভয় পক্ষের ওপর খুবই ক্ষুব্ধ। তিনি কেবলমাত্র বৈঠকের জন্য বৈঠক করতে চান না। তিনি আর কোনো কথা চান না–তিনি চান কাজ, চান যুদ্ধের সমাপ্তি।
এদিকে ট্রাম্প বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে ইউক্রেনের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তি করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে তার ইউক্রেনকে সব ধরনের সহায়তা দেবে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবে সম্মতি না দেয়ায় হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
বিডি প্রতিদিন/কামাল