জনপ্রিয় পপ তারকা টেইলর সুইফটের ‘এরা ট্যুর’-এর কিছু অপ্রকাশিত ফুটেজ সামনে এসেছে। এতে তাকে দেখা যায় আবেগঘন মুহূর্তে। গত জুলাইয়ে সাউথপোর্ট ছুরিকাঘাত হামলায় নিহতদের পরিবার এবং বেঁচে যাওয়াদের সাথে একান্ত সাক্ষাতের পর তাকে অঝোরে কাঁদতেও দেখা যায়।
জুলাই ২০২৪-এ টেইলর সুইফট-থিমযুক্ত ডান্স ওয়ার্কশপে সংঘটিত এই মর্মান্তিক হামলায় তিনজন অল্পবয়সী মেয়ের প্রাণহানি ঘটেছিল। সাক্ষাতের পর যখন সুইফট তার ড্রেসিংরুমে ঢুকতেই কান্নায় ভেঙে পড়েন, তখন তার মা আন্দ্রেয়াকে তাকে সান্ত্বনা দিতে দেখা যায়। সান্ত্বনা দিয়ে আন্দ্রেয়া বলেন, আমি জানি তোমার এমন মনে হচ্ছে না কিন্তু আমি জানি তুমি তাদের সাহায্য করেছো।
মঞ্চের পোশাক পরিহিত অবস্থাতেই চোখের পানি মুছে প্রস্তুত হয়ে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে সাড়ে তিন ঘণ্টার পারফর্ম করেন সুইফট।
ডিজনি প্লাসে মুক্তি পেতে যাওয়া তার নতুন ছয় পর্বের তথ্যচিত্র ‘দ্য এন্ড অফ অ্যান এরা’-এর নিউইয়র্ক প্রিমিয়ারে বিবিসিসহ নির্বাচিত গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুইফট জানান, ঘটনার পর তিনি তার ভক্তদের জন্য বিশেষ কিছু করতে হন। তথ্যচিত্রটির প্রথম পর্বে এই তারকা বলেন, মানসিকভাবে, আমি প্রায়শই এমন এক বাস্তবতায় থাকি যা অনেক ক্ষেত্রে অবাস্তব। কিন্তু আমাকে সমস্ত অনুভূতি সামলে নিয়ে উৎফুল্ল হয়ে পারফর্ম করতে হয়।
মানসিক চাপের সঙ্গে যোগ হয়েছিল ভিয়েনায় সন্ত্রাসী হুমকির কারণে তিনটি কনসার্ট বাতিল করার পর মঞ্চে তার ফেরা। সুইফট জানান, সিআইএ কনসার্টে বোমা বিস্ফোরণের একটি চক্রান্ত চিহ্নিত করার পর ট্যুরটি অল্পের জন্য একটি গণহত্যা পরিস্থিতি এড়াতে পেরেছিল। দীর্ঘ ২০ বছর পারফর্ম করার পর, টেইলর সুইফট অকপটে স্বীকার করেন যে, আপনার ভক্তদের কিছু হতে পারে এমন ভয় পাওয়াটা আমার কাছে সম্পূর্ণ নতুন।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল