শুক্রবার রাতে কলকাতায় পা রাখবেন লিওনেল মেসি। আর্জেন্টাইন ফুটবলার কয়েক ঘণ্টার জন্য শহরটি পা রাখবেন। এই সফরে কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা আছে তার। এ জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে বিধাননগর পুলিশ।
২০১১ সালের ২ সেপ্টেম্বর যুবভারতীতে ভেনেজুয়েলার সঙ্গে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে আর্জেন্টিনার অধিনায়ক ছিলেন মেসি।
স্থানীয় সময় শুক্রবার রাত ১.৩০ মিনিটে কলকাতায় নামার কথা মেসির। কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়েই শনিবার সকাল ৯.৩০ থেকে ১০.৩০ পর্যন্ত মিট অ্যান্ড গ্রিট পর্ব। সকাল ১০.৩০ থেকে ১১.১৫ ভার্চুয়ালি নিজের মূর্তি উন্মেচন করবেন এলএম টেন।
১১.১৫ মিনিটে হোটেল থেকে যুবভারতীতে রওনা দেবেন। ১১.৩০ মিনিটে মাঠে আসবেন শাহরুখ খান। দুপুর ১২টায় পৌঁছাবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যাবেন সৌরভ গাঙ্গুলিও। দুপুর ১২ থেকে ১২.৩০ পর্যন্ত সেলিব্রিটি ফ্রেন্ডলি ম্যাচ, সংবর্ধনা এবং সংক্ষিপ্ত আলাপ পর্ব। অনুষ্ঠান শেষে বিমানবন্দরে চলে যাবেন মেসি। দুপুর ২টায় হায়দরাবাদের উদ্দেশে রওনা দেবেন মেসি। সব মিলিয়ে সাড়ে ১২ ঘণ্টা কলকাতায় থাকবেন মেসি।
বিডি প্রতিদিন/নাজমুল