আন্তর্জাতিক সংগীত জগতে এখন সবচেয়ে বড় আলোচনার কেন্দ্র এআই-জেনারেটেড গান। মানুষের গাওয়া গানকে টপচার্টে টেক্কা দিয়ে এগিয়ে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি ট্র্যাক। এতে বিপাকে পড়েছে স্পটিফাই, কারণ একের পর এক অভিযোগ উঠছে কণ্ঠ নকল, স্টাইল চুরি এবং শিল্পীর পরিচয় ভুয়া ব্যবহারের।
সম্প্রতি এআই–তৈরি গান “Walk My Walk” বিলবোর্ড কান্ট্রি ডিজিটাল সং সেলস চার্টে উঠে গেছে এক নম্বরে। স্পটিফাইয়ে গানটি স্ট্রিম হয়েছে ৮ মিলিয়ন বার। গানটির ‘শিল্পী’ Breaking Rust সম্পূর্ণই এআই তৈরি চরিত্র। কিন্তু সঙ্গেই উঠেছে অভিযোগ গানটির স্টাইল নাকি কপি করা হয়েছে শিল্পী ব্ল্যাংকো ব্রাউনের কাছ থেকে।
এদিকে অস্ট্রেলিয়ান ব্যান্ড King Gizzard & The Lizard Wizard–এর নাম নকল করে স্পটিফাইয়ে হাজির হয়েছিল এআই–ব্যান্ড ‘King Lizard Wizard’। এআই–তৈরি গান, নকল আর্টওয়ার্ক সব মিলিয়ে ব্যান্ডটি ক্ষুব্ধ হয়, পরে স্পটিফাই সেই ব্যান্ড সরিয়ে দেয়।
স্পটিফাই ইতোমধ্যেই বট চালিত ও এআই-জেনারেটেড ৭ কোটি ৫০ লাখের বেশি গান মুছে ফেলেছে। ড্রেক ও দ্য উইকেন্ডের কণ্ঠ নকল করা ভাইরাল গান সরাতেও হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানটি। ফলে প্রশ্ন উঠছে সংগীতের ভবিষ্যৎ কি মানুষের হাতে থাকবে, নাকি এআইএর দখলে যাবে?
বিডি-প্রতিদিন/আশফাক